।।মো: হাবীব আজম, রাঙ্গামাটি প্রতিনিধি।।
গত ২৭ ডিসেম্বর ২০২২খ্রি: তারিখ রাত অনুমানিক ০১.০৫ ঘটিকায় কাউখালী থানাধীন কলমপতি ইউনিয়নের তারাবুনিয়াস্থ খাজা গরীবের নেওয়াজ ব্রিক ফিল্ডের দুইজন শ্রমিক এবং ব্রিক ফিল্ড ম্যানেজারের ছেলেকে অজ্ঞাতনামা ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে অপরহণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে সশস্ত্র অপহরণকারীদল ৩০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে। এরই পরিপ্রেক্ষিতে কাউখালী থানা মামলা নং-০৮, তারিখ-৩০/১২/২২খ্রি: রুজু হয়।
উক্ত মামলার সূত্র ধরে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ডিএসবি) জনাব শাহনেওয়াজ রাজু, বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক তত্বাবধানে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের সহযোগিতায় অফিসার ইনচার্জ কাউখালীর নেতৃত্বে থানা পুলিশের টিম তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে কাউখালী থানার চাঞ্চল্যকর অপহরণ মামলা এর অপহরণকৃত তিনজন ভিকটিম অক্ষত অবস্থায় উদ্ধারসহ তদন্তে প্রাপ্ত দুইজন অভিযুক্ত ১। ক্যমং মারমা, ২। উক্যওয়াই মারমাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।