ফারজানা আক্তার, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ-
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি ২০২৩ ইং উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার রামগড় পৌরসভার পক্ষ থেকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে সকল বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্যঅর্পণ করা হয়।
সোমবার ২১ শে ফেব্রুয়ারি একুশের প্রথম প্রহরে (১২টা
১মিনিটের) সময় উপজেলা লেকস্থ শহীদ মিনারে রামগড় পৌসভার মেয়র রফিকুল আলম(কামাল)এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ফ্রী বাংলা কোর্স ডাউনলোড করুন।
এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী অর্ণব চাকমা,প্যানেলমেয়র-২কাজি বশর,প্যানেলমেয়র-৩ কণিকা বড়ুয়া,১নং ওয়ার্ড কমিশনার আব্দুল হক,২নং ওয়ার্ড কমিশনার শ্যামল ত্রিপুরা,৩নং ওয়ার্ড কমিশনার জিয়াউল হক জিয়া,৪নং,ওয়ার্ড কমিশনার আহসান উল্লাহ্,৫নং ওয়ার্ড কমিশনার জামাল শিকদার,৮নং ওয়ার্ড কমিশনার জসিম চৌধুরী,৯নং ওয়ার্ড কমিশনার আবুল কাশেম,সংরক্ষিত মহিলা কমিশনার আনোয়ার বেগম,আয়েশা আক্তার,কোষাধক্ষ পলাশ দেবনাথ, লাইসেন্স পরিদর্শক কৃষ্ণ নাগ সহ পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।