সাইফুল ইসলাম,রামগড় প্রতিনিধি:-
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি কর্তৃক পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ বিভাগের ৪১তম ব্যাচের ২৭জন প্রশিক্ষণার্থীকে কোর্স শেষে সনদপত্র ও পুরস্কার বিতরণসহ সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।।
৬ অক্টোবর (রবিবার )সকাল ৯টায় রামগড় ৪৩ বিজিবি ও যুব মহিলা সমাজ উন্নয়ন সমিতির যৌথ আয়োজনে চৌধুরী পাড়া পুরাতন হাসপাতাল ভবনে উক্ত সনদ পত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি”র জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ বিজিবি”র সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন বিজিবি রামগড় কর্তৃক পরিচালিত ২০২২ শিক্ষাবর্ষের কম্পিউটার ক্লাবে ৪১ তম ব্যাচে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অতান্ত আনন্দিত, রামগড় ৪৩ বিজিবি প্রতিনিয়ত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্যে কম্পিউটার সহ বিভিন্ন উন্নয়মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইতিপূর্বে ২০০৮ সালে ৩০ জন,২০১০ সালে ৮৫জন,২০১১ সালে ৯০জন,২০১২ সালে ১১৫জন,২০১৩ সালে ৮৫ জন,২০১৪সালে ১২০জন,২০১৫ সালে ৮০জন,২০১৬ সাল ৭০জন,২০১৭ সাল ৮৫জন,২০১৮ সালে ৯০জন,২০১৯ সাল ১২৫ জন,২০২১ সালে ১২০,২০২২ সালে ১২০ জনসহ মোট ১২০৫জন কে এ ক্লাবের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
এছাড়াও রামগড় জোন অপারেশনাল এবং দৈনন্দিন কার্যক্রমের পাশাপাপাশি এলাকার শান্তি সম্প্রীতি ও উন্নয়ন এবং এলাকায় আর্থসামাজিক উন্নয়নের লক্ষে বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনা করছে,তারই একটি অন্যতম কার্যক্রম হচ্ছে বেকার যুবক যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান,আমি আশা করি আপনারা এই প্রশিক্ষণ আগ্রহ সহকারে গ্রহন করে আপনাদের ব্যাক্তি জীবনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবেন।
পুরস্কার ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে এছাড়াও আরো উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তা, মহিলা সমাজ উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ, প্রশিক্ষকগন প্রশিক্ষণার্থী ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।