রিপন ওঝা,খাগড়াছড়ি:-
খাগড়াছড়িতে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে ২৯৮নং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন “উন্নয়নের সরকার বাংলাদেশে শেখ হাসিনা সরকার বারবার দরকার”।
তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে ও মাঠেঘাটে নৌকার পক্ষে জনমত গড়ার জন্যে
সকল দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।
১৭ মার্চ শুক্রবার সকালে খাগড়াছড়ি পৌর টাউনহলে চত্বরে বঙ্গবন্ধু’র ম্যুরালে দলীয় ও প্রশাসনের উদ্যোগে পুস্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী ও সাথোয়াই মারমা, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রসাশক সহিদুজ্জামান, পুলিশ সুপার নাইমুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্যগণ ও সিনিয়র নেতৃবৃন্দগণসহ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি সনজীব ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এর পর মুক্তিযোদ্ধা কমান্ড, ব্যাটালিয়ন আনসার, স্কুল -কলেজ শিক্ষক-শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস, শিক্ষক সমিতি’র প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।
উক্ত দিবসে প্রশাসনিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে স্বতঃস্ফূর্তভাবে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত শিশু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শিশু দিবসের তাৎর্পয নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে কেক কাটা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।