অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশ মিউজিক বোর্ডের আওতাধীন কাপ্তাইয়ের স্বনামধন্য সংগীত প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির বার্ষিক মৌখিক পরীক্ষা শনিবার (২৫ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় তিন শতাধিক পরীক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসব মুখর পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশ মিউজিক বোর্ডের সভাপতি ও কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সাধারন সম্পাদক ঝুলন দত্ত’র সভাপতিত্বে পরীক্ষা শুরুর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশ মিউজিক বোর্ডের সাধারন সম্পাদক ও চট্টগ্রাম সংগীত একাডেমির অধ্যক্ষ স্বরূপ দেবনাথ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাবেক সাধারন সম্পাদক মাসুদ নাসির, দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের পরিচালক মহিউদ্দীন রোকন, রবিউল হোসেন মামুন, কাপ্তাইয়ের সংগীত প্রশিক্ষক ফনীন্দ্র লাল ত্রিপুরা, বিপুল বড়ুয়া, সংগীতা দত্ত, জ্যাকলিন তনচংগা, সুমনা তনচংগা, প্রদীপ মল্লিক, সূত্রধর, পিয়া বড়ুয়া সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।
এদিকে প্রতিবছরের ন্যয় এবারেও ধ্রুব সংস্কৃতি পরিষদ বাংলাদেশ মিউজিক বোর্ডের আওতাধীন
কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি হতে সংগীত পরীক্ষা দিতে দুরদুরান্ত থেকে শত শত পরিক্ষার্থীর আগমন ঘটেছে। এবং কাপ্তাই তথা তিন পার্বত্য অঞ্চলে শুদ্ধ সংগীতের প্রচার ও প্রসারে অবদান রেখে চলেছে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমী।