নিজস্ব প্রতিনিধি:-
সারাদেশের ন্যায় পাহাড়ি জনপদ রাঙামাটির নানিয়ারচরেও উৎসব মুখর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর ( শুক্রবার) সকালে উপজেলার একটি কেন্দ্রে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযয়ে সকাল ১০টা হতে দুপুর ১২ টা পর্যন্ত সুশৃংখল ও সুন্দর পরিবেশে ১০০ নম্বরে এই পরিক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা জানায় উপজেলার সরকারি ও বেসরকারি মিলে মোট ৯৪ টি প্রতিষ্ঠান হতে ১৯১ জন পরীক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা। তিন জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় মোট ১৮৮ জন ছাত্রছাত্রীদের মাঝে পরিক্ষা সম্পন্ন হয়।
এদিক সকালে কেন্দ্র পরিদর্শন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ সারওয়ার কামাল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহংলাপ্রু মারমা, কেন্দ্র সচিব ও নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক মুকুল কুমার খীসা, সহকারী কেন্দ্র সচিব ও দি চেঙ্গি প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়াসহ কেন্দ্র পরিদর্শক বিভিন্ন শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিল।