হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
“পুলিশিং ডে এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পার্বত্য রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে।
অদ্য ২৯শে অক্টোবর রোজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে র্যালি রাজস্থলী থানা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা বাস ষ্টেশন হয়ে উত্তর দক্ষিণ দিক প্রদক্ষীণ করে আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজস্থলী থানার ওসি মোঃ জাকির হোসাইন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, হেডম্যান চথোয়াইনু মারমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক শামসুল আলম, ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার, উদয় তংচঞ্চ্যা প্রমুখ।