অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
রাঙামাটি জেলাধীন কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস এর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (১৬ই ডিসেম্বর) কেপিএম এর সোনালী ব্যাংক মাঠে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য মার্চপাস্ট, কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন সরকার।। এসময় কেপিএম উধ্বর্তন কর্মকর্তা, কর্মচারী, কেপিএম স্কুল এন্ড কলেজ, কর্ণফুলী শিশু বিদ্যালয়, ইসলামী কিন্ডার গার্ডেন এর শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এছাড়া কেপিএম এর বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ, আনসার, স্কাউটস, কাবদল, স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।