অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (৬ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
এসময় নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মনছুরীর সভাপতিত্বে এবং শিক্ষক শামীমা আক্তার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাব সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর পূর্বে বিদ্যালয়ের শিক্ষক ও সংগীতশিল্পি বিপুল বড়ুয়ার পরিচালনায় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের তৈরিকৃত সৃজনশীল হাউজ পরিদর্শন করেন অতিথিরা।