অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। কাপ্তাই উপজেলার বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কাপ্তাই সরকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এই সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাজমুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিজ, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী প্রমুখ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।