অর্ণব মল্লিক, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ-
রাঙামাটির কাপ্তাই উপজেলা স্কাউটস এর ত্রৈ বার্ষিক কাউন্সিল রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউটস এর সভাপতি মুনতাসির জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে পদাধিকার বলে সভাপতি মনোনিত হন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। সাধারন সম্পাদক পদে উপস্থিত সকলের আলোচনা ও মতামতের ভিত্তিতে ফের মনোনিত হন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কৃতি খেলোয়াড় ও প্রশিক্ষক মাহাবুব হাসান বাবু।
এইছাড়া নতুন কমিটিতে সহ সভাপতি মনোনিত হন জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া।
কমিশনার হিসাবে মনোনিত হয়েছেন, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, যুগ্ম সম্পাদক লিটন চন্দ্র দে, কোষাধ্যক্ষ রতন চন্দ্র দাশ,
সহকারী কমিশনার খালেদা আক্তার, আবু ইসহাক, ফেরদৌস আক্তার, বিপুল বড়ুয়া, তপন দে, কল্যান বিকাশ তনচংগ্যা, কাব লিডার মোঃ মাহাবুব এলাহী, স্কাউট লিডার সিরাজ আহমেদ চৌধুরী, প্রধান শিক্ষক প্রতিনিধি জগদীশ চন্দ্র দাশ, মোঃ হানিফ, মংসুইছাইন মারমা, আশুতোষ তনচংগ্যা, সহযোগী সদস্য কাজী মোশাররফ হোসেন ও শ্যামল কান্তি দে।
এর আগে ইউএনও মুনতাসির জাহান উপজেলা স্কাউটস এর নতুন দপ্তর উদ্বোধন করেন।