অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধিঃ-
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কর্মচারী ও অফিস সহায়কের অবসরজনিত বিদায় অনুষ্ঠান বুধবার (৪ জানুয়ারী) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে বিদায়ী কর্মচারী ও অফিস সহায়কের মাঝে সম্মাননা ও উপহার প্রদান করেন।
এদিকে বিদায়ী সম্মাননা গ্রহন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম, অফিস সহায়ক স্বপন কুমার মার্মা, আপ্রু মং মার্মা,
প্রাক্তন জারীকারক ফজলুর করিম।
উক্ত বিদায় অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গৌরিকা চাকমা সহ কার্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিরা উপস্থিত ছিলেন।