অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই জাতীয় উদ্যানে দুইটি অজগর অবমুক্ত করেছে কাপ্তাই বন বিভাগ। সোমবার (৩১ অক্টোবর) সকালে অজগরগুলো অবমুক্ত করা হয়। এর আগে শনিবার (২৯ অক্টোবর) রাঙামাটি কলেজ গেইট প্রধান সড়ক থেকে ১টি ও রবিবার (৩০ অক্টোবর) কাপ্তাই বিজিবি ক্যাম্প এলাকা থেকে একটি অজগর স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বনবিভাগ।
লোকালয় থেকে উদ্ধার করা অজগর দুইটি কাপ্তাই জাতীয় উদ্যানে বনবিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদের নেতৃত্বে, বনবিভাগের মোঃ আবু বক্কর, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আক্তার হোসেন এবং কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন এর উপস্থিতিতে নিরাপদ গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।
অজগরগুলোর মধ্যে ১টি ৭ ফুট লম্বা ৫ কেজি ওজনের অন্যটি ৬-৭ লম্বা ৪ কেজি ৪০০ গ্রাম ওজনের।