অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
মহান বিজয় দিবস উপলক্ষে কাপ্তাই উপজেলা রাইফেল ক্লাবের আয়োজনে এক শ্যুটিং প্রতিযোগিতা সোমবার সকাল ১১টায় ওয়াগ্গাস্থ টি এস্টেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই রাইফেল ক্লাব সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায়
এবং কাপ্তাই রাইফেল ক্লাব সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই ৪১বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার, বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই ওয়াগ্গা টি এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশিদ কাদেরী, পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিদর্শন বড়ুয়া, উপজেলা স্কাউটাস সম্পাদক মাহাবুব হাসান বাবু, রাইফেল ক্লাব সদস্য ডাঃ রহমত উল্লাহ, আদেল চৌধুরী প্রমুখ।
শুটিং প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে প্রথম স্থান অর্জন করে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল সাব্বির আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করেন রাইফেল ক্লাব সদস্য রহমত উল্লাহ, ৩য় স্থান অর্জন করে রাইফেল ক্লাব সদস্য আদেল চৌধুরী।
এছাড়া শুটিং প্রতিযোগীতায় মহিলাদের মধ্যে ১ম স্থান অর্জন করে রাইফেল ক্লাব সদস্য সাদিয়া আক্তার, ২য় স্থান অর্জন করে কাপ্তাই ইউএনও মুনতাসির জাহান এবং ৩য় স্থান অর্জন করেন অনুষ্ঠানের অতিথি মৌটুসী খন্দকার।
প্রতিযোগীতা শেষে রেফেল ড্র এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।