রাঙ্গামাটি প্রতিনিধি
তীর্থ ভ্রমণে এসে কাপ্তাই লেকে ইঞ্জিন চালিত নৌকা ডুবে ২ জন নারী নিহত হয়েছেন। আহত ৩ জন রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধায় শহরের কাপ্তাই লেকের ডিসি বাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত পরিবারের স্বজন না আসা পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
জানা গেছে, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার রতনপুর গ্রাম থেকে গতকাল রাঙ্গামাটিতে তীর্থ ভ্রমণে এসেছিলেন। আজকে ৫৬ জন পর্যটক ইঞ্জিন চালিত নৌকাযোগে কাপ্তাইয়ের সীতাপাহাড়ে তীর্থ ভ্রমণে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে ঝুলন্ত ব্রীজ দেখার পর শহরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। ফ্রী বাংলা কোর্স ডাউনলোড করুন।
পর্যটক পঞ্চানন বর্মন জানান, কাপ্তাই থেকে ফিরে ঝুলন্ত ব্রীজ দেখে রাঙ্গামাটি শহরে আসার পথে পানি শুকিয়ে জেগে ওঠা মরা গাছের সাথে বোটের ঢাক্কা লাগে। এতে বোটের তলা ফেটে পানিতে ডুবে যায়। অন্যান্য বোট এসে আমাদের রক্ষা করে। কয়জন মারা গেছে, কি অবস্থায় আছে বলতে পারব না। আমাদেরকে উদ্ধার কর্মীরা হাসপাতালে নিয়ে এসেছে এটুকু জানি।
এদিকে দুর্ঘটনার পরপরই আহত ও নিহতদের হাসপাতালে দেখতে যান জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, সহকারী কমিশনার (ভূমি) মাসুমা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন অফিসার মো. বিল্লাল হোসেন।