সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-
হাইকোর্টের আদেশ বাস্তবায়নে কাপ্তাই হ্রদের কাচালং নদী অবৈধ দখল বন্ধে রাঙামাটির লংগদুতে দিনব্যাপী প্রচার অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২রা ফেব্রুয়ারি) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান।
অভিযানে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, এস.আই শাহাবুর আলম, মাইনী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সোহেল সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ।
নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, ‘মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের দায়ের করা রিট পিটিশন এর ফলে রাঙামাটি জেলা প্রশাসনের নির্দেশক্রমে লংগদু উপজেলর লংগদু, মাইনী ও আটারকছড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় কাপ্তাই হ্রদের অবৈধ দখল রোধে প্রচার অভিযান পরিচালনা করা হয়। কেউ যেন হ্রদের অংশ দখল করে নতুন কোন অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে তার জন্য নোটিশ দেওয়া হয়েছে।এ ব্যাতিরেকে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।”