অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধিঃ-
রাঙ্গামাটির কাপ্তাই ৪১বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যোগে ৬টি মৌজার হেডম্যানদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (৫মার্চ২৩) দুপুর ২টায় বিজিবি পরিচালিত রিভার ভিউ পার্কে ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃকর্ণেল সাব্বির আহমেদ এএসসি কাপ্তাইয়ের ৬টি মৌজার হেডম্যানদের হাতে জার্সি ও ফুটবল সহ বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন।
এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.মফিজুল হক,নির্বাহী কমকর্তা রুমন দে, ৪১ বিজিবি এডি শাহ আলম,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, হেডম্যান থোয়াই অং মারমা ও অরুন চাকমা এবং উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল সহ মৌজার কার্বারীগন উপস্থিত ছিলেন।