জনি ভট্টাচার্য, খাগড়াছড়ি:-
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গভামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্র মাসাপ্রু মারমা(৭) লাশবাহী এ্যাম্বুলেন্সের চাপায় নিহত হয়েছে।
ঘটনাস্হলে গিযে জানা যায় সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় গভামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসার পথে স্কুলের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক পার হতে গিয়ে লাশবাহী ঢাকামেট্রো-ছ-৭১-১৬৮১ এ্যাম্বুলেন্সের নীচে পড়ে যায় এবং ঘটনাস্হলেই মৃত্যু বরণ করে।
স্কুল প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ফকিরনালা এলাকার আবাইশে মারমা ও ম্রাচাইন্দা মারমার পুত্র মাসাপ্রু মারমা ২য় শ্রেণীর শিক্ষার্থী।
লাশবাহী এ্যাম্বলেন্সটির চালক জনরোষ ঠেকাতে তাৎক্ষণিক এ্যাম্বুলেন্স নিয়ে পালিয়ে যায়।
প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ জানান, আমি অফিস বসা অবস্থায় মাঠে স্কুলমুখী ছাত্রদের চেচামেচি শুনে বের হয়ে দেখি রাস্তায় অসংখ্য মানুষ আর কালো পিচঢালা রাস্তা রক্তে একাকার! কিভাবে কি হলো বুজে উঠতে পারেছিনা।
স্কুলে ছাত্র নিহতের খবর পেয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে ছুটে যান।
এদিকে শিক্ষার্থীর অকাল মৃত্যুতে সহপাঠীরা সংক্ষুব্ধ ও মর্মাহত হয়ে অনেকে ক্লাশ না করে বাড়ি ফিরে গেছে।