মিজানুর রহমান সবুজ, দীঘিনালা প্রতিনিধিঃ-
খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় দুই পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে দীঘিনালা জোন সদরে অসহায় ব্যক্তিদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুম্মন পারভেজ পিএসসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জোনাল স্টাফ অফিসার মেজর আদিব বিন আকরাম, মেজর কাউসার রাশেদ সফল, আরএমও ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান প্রমূখ।
নগদ অনুদান হাতে পারভীন আক্তার ও প্রদী চাকমা বলেন, উভয়ের স্বামীই অসুস্থ। তাদের জন্য জোন থেকে নগদ অনুদান পেয়ে দীঘিনালা জোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এব্যাপারে দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল রুম্মন পারভেজ পিএসসি বলেন, দীঘিনালা জোন সব সময় আপনাদের পাশে আছে, ভবিষ্যতেও পাশে থাকবে। এসময় তিনি আরো বলেন, আজকে যে সহযোগিতা প্রদান করেছি, তার ফলোআপ জানাবেন, যদি আরো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করবো।