মো:ইসমাইল,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
খাগড়াছড়ির পানছড়িতে বিভিন্ন ব্র্যান্ডের ৩৪ বোতল বিদেশী মদসহ চিজি মুনি চাকমা (৩২) কে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। সে রাঙ্গামাটি সদরের গুইছড়ি পাড়ার ভাক্তা বিন্দু চাকমা ও করুনামুখী চাকমা’র পুত্র।
সোমবার (০৯ জানুয়ারি) বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি বাজারস্থ পুলিশ বক্সের সামনে লোগাং সড়ক থেকে আগত রাঙ্গামাটি-থ ১১-০৫৭২ নাম্বারকৃত সিএনজি-তে অভিযান চালালে ৩৪বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এসময় সিএনজি ও চালককে আটক করা হয়।
এ ব্যাপারে পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।