মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
জমকালো আয়োজনে খাগড়াছড়ির মানিকছড়িতে ১নং মানিকছড়ি (সদর) ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ৫ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে রানী নিহার দেবী উচ্চ বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বড়ডলু একাদশ ও মানিকছড়ি আদর্শ যুব সংঘ। খেলার দ্বিতীয়ার্ধ বড়ডলু একাদশকে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে আদর্শ যুব সংঘ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দিন, সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রাজ্জাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনূর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান ডলী চৌধুরানী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ।