হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের নিয়ে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।
২৬শে ফেব্রুয়ারী রবিবার সকালে ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে সমাজকর্মীদের নিয়ে শিশুদের কমিউনিটি ডায়ালগের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমাজকর্মী এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব সম্পর্কে গাইন্দ্যা ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথেও শিশু সুরক্ষার উপর আলোচনা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ( অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হাসান। কমিউনিটি ডায়ালগ এর সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব সম্পর্কে ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মীদের মধ্যে শিশুদের অধিকার সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি বলেন, কিশোর ও তরুণ প্রজন্ম স্বাস্থ্যের বিষয়ে যাতে খোলামেলা কথা বলতে পারে, সমাজের বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে যাতে করে আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যেতে পারি।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লংবতি ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান ও ইউনিয়ন পরিষদের সচিব চাথোয়াই মারমা, ইউপি সদস্যসহ ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং সমাজ সেবা বিভাগের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।