মাইন উদ্দিন বাবলু, গুইমারা প্রতিনিধি, খাগড়াছড়িঃ-
খাগড়াছড়ির গুইমারায় এইচএসসি ত্রিপুরা পরীক্ষার্থীদের মাঝে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দিক নির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮অক্টোবর) সকালে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, গুইমারা আঞ্চলিক কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা।
প্রধান অতিথি বলেন, ত্রিপুরা শিক্ষার্থীদের উন্নয়নে টিএসএফ’র অবদান অনস্বীকার্য। শিক্ষাই জাতির ভবিষ্যৎ। ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম আছে বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছে ত্রিপুরা শিক্ষার্থীরা। শুধু মাত্র সরকারি চাকরির আশায় পড়ালেখা করলে হবে না। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি (এনজিও) সেক্টরেও চাকুরি করার সুযোগ আছে। এরজন্য আগে মানসম্মত শিক্ষা অর্জন করতে হবে। তথ্য প্রযুক্তি ব্যবহারের প্রতিও পারদর্শী হওয়ার আহবান জানান তিনি।
অন্যান্য অতিথিরা বলেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করলে হবে কারিগরি শিক্ষার প্রতিও গুরুত্ব দিতে হবে। জাতির উন্নয়নে মানসম্মত শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ বিষয়ে আলোচনা করেন। শিক্ষার ক্ষেত্রে কোনো কিছু প্রয়োজন ও অসুবিধা হলে সর্বদা ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম ও বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদকে অবগত করার অনুরোধ করেন।
অনুষ্ঠানে টিএসএফ, গুইমারা উপজেলা শাখার সভাপতি বতেন ত্রিপুরার সভাপতিত্বে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, গুইমারা উপজেলা শাখার সভাপতি ও ১৯৯নং বাইল্যাছড়ি মৌজা প্রধান হেডম্যান ত্রিদ্বীপ নারায়ন ত্রিপুরা, গুইমারা ইউনিয়ন পরিষদের সদস্য ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের সাবেক সভাপতি হরিপদ্ম ত্রিপুরা, বাত্রিকস’র আইন বিচার ও ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি পঞ্চ কুমার ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক কৃপাময় ধামাই, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
এছাড়াও গুইমারা উপজেলা সাধারণ সম্পাদক অতুল ত্রিপুরার সঞ্চালনায় বাত্রিকস, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন বালা ত্রিপুরা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শ্যামল কান্তি ত্রিপুরা, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাজীব সেন ত্রিপুরা, বুদং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনন্ত বিকাশ ত্রিপুরা, স্থানীয় বাইল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফল ত্রিপুরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দীপক ত্রিপুরা।
এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ এর সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।