মোঃ হাবীব আজম, বিশেষ প্রতিনিধি:-
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম শহরে অবস্থানরত পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট নাগরিকদের নিয়ে মতবিনিময় সভা ও চট্টগ্রাম মহানগরের পিসিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এতে উপস্থিত সকল গুনীজনদের সর্বসম্মতি ক্রমে প্রভাষক মুজাহিদুল ইসলাম বাতেন কে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী খোসাল খান কে সহ সভাপতি, অধ্যক্ষ এম এ আমিন কে সাধারণ সম্পাদক ও উপাধ্যক্ষ মোঃ মনির হোসেন কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করেন পিসিএনপির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান।
এসময় প্রফেসর ডক্টর মোঃ তৈয়ব চৌধুরী, সাবেক চেয়ারম্যান, মার্কেটিং বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
প্রফেসর ডক্টর মোঃ ইউনুস, সাবেক চেয়ারম্যান, আরবী বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রফেসর ডক্টর মোঃ আলী হোসাইন, সাবেক চেয়ারম্যান, কোরআনিক সায়েন্স বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম। সহযোগী অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান, ক্যান্টেনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম। মোঃ আবদুল মালেক, ম্যানেজার, ইসলামী ব্যাংক,নাজির হাট শাখা। সহকারী অধ্যাপক সিরাজুল ইসলাম, ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম। সহকারী অধ্যাপক মোঃ আতিকুর রহমান, সাউদার্ন বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম। মোঃ কামাল পারভেজ, সাংবাদিক, ব্যুরো চীফ, চট্টগ্রাম, আমাদের নতুন সময়। মোঃ আমীম উল্লাহ, রিজিওনাল ম্যানেজার, চট্টগ্রাম, হোমল্যান্ড লাইফ ইনসুরেন্স সহ পিসিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, মহাসচিব মোঃ আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, বান্দরবান জেলা সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন। খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসাইন। পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আসাদ উল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।