হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নের (গাইন্দ্যা, ঘিলাছড়ি ও বাঙ্গালহালিয়া) গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মিজানুর রহমান।
৪র্থ পর্যায়ে ২০২২/২৩ এর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩টি দুর্গম ইউনিয়নের ঘরগুলো পরিদর্শন করেন তিনি।
৬ই ফেব্রুয়ারী রোজ সোমবার সকালে রাজস্থলী উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার চতুর্থ পর্যায়ের গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন ঘরের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সফরসঙ্গী অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ফেরদাউস, রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শান্তনু কুমার দাশ, ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, ২নং গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মার্মা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) আবু হেলাল, উপজেলার সাংবাদিকবৃন্দ, ঘিলাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার, গ্রাম পুলিশসহ উপজেলার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসব নির্মাণাধীন ঘর পরিদর্শন শেষে জেলা প্রশাসক মিজানুর রহমান গণমাধ্যম কর্মীদের জানান, বর্তমান সরকার গরীব বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল অসহায়দের পাশে আছেন এবং সামনেও পাশে থাকবেন। এছাড়াও প্রতিটি ঘরের জন্য ২ লক্ষ ৮৪ হাজার ৫ শত টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানানো হয়।