কাউখালী প্রতিনিধিঃ
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি এ পরিদর্শনে যান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আইটিসি নাসরীন সুলতানা, কাউখালী নির্বাহী কর্মকর্তা (ইএনও) নাজমুন আরা সুলতানা, রাঙামাটি মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা নিরূপা দেওয়ান, যুগ্ম সম্পাদিকা বীনা প্রভা চাকমা, ঘাগড়া কলেজের অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রা দেওয়ানসহ বিদ্যালয়ের অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিদ্যালয় পরিদর্শনকালে সাফ জয়ী ফুটবলার রূপনা চাকমা ও আনুচিং মগিনী উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন। বিদ্যালয়ের সাফ জয়ী ফুটবল খেলোয়াড় রূপনা পাশাপাশি চাকমা, রিতুপর্না, আনাই, আনুচিং ও মনিকা চাকমাদের এই বিদ্যালয়ে পড়াশুনা করার প্রয়াসে বিদ্যালয়ের সুনাম বয়ে আনার জন্য প্রশংসা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। আগামীতেও এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সহযোগিতার আশ্বাস দেন।