অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধিঃ-
কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কেপিএম কাটা পাহাড় নামক এলাকায় অগ্নি দগ্ধ হয়ে মোঃ আবু তাহের(৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে মোঃ আবু তাহের এর বাসায় আগুন লাগার ঘটনা ঘটে। ওইসময় তিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হওয়ার ফলে ঘর হতে বের হতে পারেনি বলে জানান পরিবারের সদস্যরা।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেন, ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের ইউপি সদস্য স্বপন বড়ুয়া জানান, ঘটনার সময় নিহত বৃদ্ধ মোঃ তাহের এর স্ত্রী এবং ছেলেমেয়েরা বাসায় ছিলেন না। তারা পাশ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলার আত্মীয়ের বাসায় ছিলেন।
এছাড়া ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস এর একটি দল রাত প্রায় ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনেন। ততক্ষণে টিন ও বাঁশ দ্বারা নির্মিত ঘরটি ভস্মিভূত হয় এবং ঐ বৃদ্ধা আগুনে পুড়ে দগ্ধ হয়ে ঘরেই মারা যান।
কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন চৌধুরী জানান, আমরা আগুন নিয়ন্ত্রণে আনার পূর্বেই ঘরটির অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায় এবং আগুনে পুড়ে ঘরের মধ্যে ঐ বৃদ্ধ লোকের মৃত্যু হয়। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুন লাগতে পারে বলে তারা ধারনা করছেন।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, লাশটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের বুধবার রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।