রাঙ্গামাটি প্রতিনিধি:-
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী চম্পা চাকমার হত্যাকারী এনামুল হককে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সচেতন রাঙ্গামাটিবাসী ও ‘পদক্ষেপ’ এনজিওর কর্মকর্তারা।
শনিবার (১১ মার্চ) সকাল ১১টায় শহরের জেলাপ্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা এ দাবি জানিয়েছেন।
বক্তারা বলেন, চম্পা চাকমা খুন হওয়ার ৭ দিন পেরিয়ে গেলেও চিহ্নিত খুনিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজে খুনির নাম পরিচয় শনাক্ত হওয়া সত্বেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। যে দেশে নারীর নেতৃত্ব দেশ চলে সে দেশে প্রকাশ্যে একজন নারীকে ছুরিকাঘাত করে ৭দিন পরও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসানের বখতেয়ারের সভাপতিত্বে রাঙ্গামাটি সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, চম্পা চাকমার ছোট ভাই মিল্টন চাকমা, এনজিও সংস্থা ‘পদক্ষেপ’র কর্মী বিদুষী চাকমা, হাসান আলী, রাশেদা ইসলাম, ছাত্রনেতা সুমন চাকমা, শিক্ষার্থী উলেশিং মারমা ও কুর্নিকোভা চাকমা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত রোববার (৫ মার্চ) রাত আটটার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ধামাইরহাট এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে খুন হন রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গার মেয়ে চম্পা চাকমা (২৬)। সে ‘পদক্ষেপ’ এনজিওর রাঙ্গুনিয়া শাখার সহকারী ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।