নানিয়ারচর প্রতিনিধি:-
হাইকোর্টের নির্দেশে কাপ্তাই হ্রদের অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দিতে নানিয়ারচর চেঙ্গী নদীর উপর অবৈধ স্থাপনা বন্ধ করতে উপজেলা প্রশাসন অভিযান শুরু হয়েছে ।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে নানিয়ারচর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করেন।
বোর্ডে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের নির্দিশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহামান্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের দায়রকৃত রিট পিটিশন নং-১১৮৮৫/২০২২এর বিগত ১৭/১০/২২ খ্রিষ্টাব্দের নোটিশের প্রেক্ষিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার অবস্থিত কাপ্তাই হ্রদের সকল প্রকার অবৈধ ভবন/স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করা হলো।
এছাড়াও কাপ্তাই হ্রদের চেঙ্গী নদীতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানের প্রক্রিয়া চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া।