মোঃ হাবীব আজম: রাঙামাটি প্রতিনিধিঃ-
আগামী ১০ ই ডিসেম্বর রাঙ্গামাটি সদরে সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন। ১৯ নভেম্বর সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সমাবেশ রাঙ্গামাটির সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এই কথা বলেন। তারা বলেন দীর্ঘদিন যাবত রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের কোনো সম্মেলন না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বক্তারা বলেন আগামী জাতীয় নির্বাচন কে সামনে রেখে নতুন নেতৃত্ব সৃষ্টি এবং দলকে গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯ নভেম্বর সাপছড়ি ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসাইন এর নেতৃত্বে কর্মী সমাবেশে বক্তরা এই সব কথা বলেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিটন বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতন চাকমা, বিশেষ অতিথি হিসেবে আরো ছিলেন সাবেক রাঙ্গামাটি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সভাপতি ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পা, রাঙ্গামাটি সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবু সুপায়ন চাকমা।
প্রধান অতিথি বক্তব্যে বাবু রিটন বড়ুয়া বলেন জামাত বিএনপি সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য সবাই কে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী ২৩ সালে জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ২৯৯ নং আসন উপহার দেওয়ার জন্য সবাই কে উদাত্ত আহ্বান জানান, এই সময় তিনি ইউনিয়ন আওয়ামী লীগের অফিস তৈরি করার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দীপংকর তালুকদার এমপি ও সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর মহোদয় কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এবং ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান প্রতি আহ্বান জানান।
এই সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী বাপ্পার কণ্ঠে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।