মিজানুর রহমান সবুজ, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় ২০২২-২৩ অর্থবছরে রবি ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসর ও খেসারি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিসের সামনে প্রতি ইউনিয়নে ৭০ জন করে উপজেলার মোট ৩৫০ জন প্রান্তিক কৃষকদেরকে জনপ্রতি ১ কেজি বীজ, ১০ কেজি ডিওপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, উপজেলা কৃষি অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাঈম হোসেন প্রমূখ।