মো:ইসমাইল, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম পার্বত্যাঞ্চলে অসহায় ও দুর্গতদের পাশে ৩ বিজিবি লোগাং কাজ করে যাচ্ছে।
গতকাল ২৬ ডিসেম্বর (মঙ্গলবার) সীমান্ত সংলগ্ন সনখোলা পাড়ায় সুপেয় পানির তীব্র সংকটে সেখানে গভীর নলকুপের ব্যবস্থা করে পাম্পের মাধ্যমে পানি উত্তোলনের ব্যবস্থা করলে ১৫০ পরিবার বিশুদ্ধ সুপেয় পানি পান ও ব্যবহারের সুবিধা পায়। অপর দিকে সীমান্ত সংলগ্ন দুর্গম পার্বত্যাঞ্চলে অসহায় ও দুর্গতদের প্রায়ই চিকিৎসা সেবা সহ আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করে আসছে ৩ বিজিবি। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার লাম্বুপাড়ায় এক শতাধিক কম্বল ও দু শতাধিক অসহায় দের চিকিৎসা সেবা প্রদান করে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মশিউর রহমান, এএমসি।
সনখলা পাড়ার শতীস চাকমা জানায়, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারের কাছে পানীয় জলের অভাবের কথা জানালে ৩ বিজিবি লোগাং জোনের মাধ্যমে সাবমারসিবল পাম্প বসিয়ে পানির ব্যবস্থা করেন।
লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল জাহিদুল ইসলাম, পিএসসি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে দুর্গম এলাকায় পানীয় জলের ব্যবস্থা, জন কল্যাণমূলক কর্মসূচীর আওতায় অসহায়, হত দরিদ্র ও অসুস্থ্যদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। ভবিষ্যতেও তা চালু থাকবে।