নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:-
দেশে জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতি ও দুর্নীতির প্রতিবাদে পদযাত্রা করেছে নানিয়ারচর উপজেলা বিএনপি ।
শনিবার বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে দুইটি পদযাত্রা বের হয়। একটি উপজেলা সদরে জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দিপুর নেতৃত্বে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নানিয়ারচর চুনিলাল সেতুর সামনে সমাবেশে মিলিত হয়,অন্য পদযাত্রাটি উপজেলা বিএনপির সভাপতি মো: নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে বুড়িঘাট বাজার থেকে ৮নং টিলায় এসে মিলিত হয়। এ পদযাত্রায় অসংখ্য নেতাকর্মীরা অংশগ্রহণ করতে দেখা গেছে,এসময় উপজেলা সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন,মহিলা দলের নেত্রী বিলকিস বেগমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিদিনই বাড়ছে। কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের কোনো পদক্ষেপ নেই। সাধারণ খেঁটেখাওয়া মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে জড়িত সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নিতে দাবি করেন নেতারা।
বক্তারা বলেন,বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও সার, ডিজেলসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধীদলের সকল নেতা-কর্মীর মুক্তি এবং ১০ দফা দাবি বাস্তবায়নে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণার দাবি জানানো হয়।
নেতা-কর্মীরা বলেন, বিনা ভোটের সরকারের অপশাসনে জনগণের নাভিশ্বাস উঠেছে। মানুষ এখন এ সরকারের বিদায়ের প্রহর গুনছে। নিশিরাতের সরকারের পতন ঘটিয়ে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।