রিপন ওঝা,মহালছড়ি:-
বাংলাদেশ সেনাবাহিনী জোন কর্তৃক মহালছড়িতে ধুমনীঘাট ত্রিপুরা পাড়ায় এলাকাবাসীর উদ্যোগে দুর্গম এলাকার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে বারুনী স্নানের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহনকৃত দূর দূরান্ত এবং দুর্গম এলাকা থেকে আসা পূণ্যার্থীদের পিপাসা নিবারণের জন্য বিশুদ্ধ জলের সরবরাহ করেছে।
উক্ত বারুনী স্নান উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী (ত্রিপুরা জনগোষ্ঠীদের ১৮ থেকে ১৯মার্চ ২দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে মহালছড়ি সেনাজোন কর্তৃক বিশুদ্ধ জলের সরবারহ করা হয়।
শ্রী শ্রী রামকৃষ্ণ মন্দিরের পুরোহিত রায়দাস ত্রিপুরা ও পূজা উদযাপন কমিটির সভাপতি নকুল চন্দ্র ত্রিপুরা বলেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫০০-২০০০ফুট উচু হওয়ায় এ মৌসুমে এই এলাকায় বিশুদ্ধ জলের তীব্র সংকট দেখা দেয়। জলের সংকটের কারণে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান করতে চরম দুর্ভোগে পড়তে হয়। এ দুর্ভোগ লাঘবের জন্য মহালছড়ি সেনাজোন কর্তৃক বিশুদ্ধ জলের সরবরাহ করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।
এ বিষয়ে মহালছড়ি জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভৃইয়া, পিএসসি বলেন ধুমনীঘাট এলাকার ত্রিপুরা পাড়াতে অনুষ্ঠেয় প্রতি বছর শুষ্ক মৌসুমে বিশুদ্ধ জলের প্রচুর সংকট দেখা দেয়। ফলে ঐ এলাকায় সুপেয় জলের ব্যবস্থা না থাকায় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তাই সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ধর্মীয় উৎসবে অংশগ্রহন করতে বিভিন্ন এলাকা থেকে আসা সহস্র থেকে সহস্র পূণ্যার্থীদের কথা চিন্তা করে ২দিন ব্যাপী বিশুদ্ধ জল সরবরাহের উদ্যোগ গ্রহন করা হয়েছে।