মেহেরাজ হোসেন সুজন:-
৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৯ই মার্চ) বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে লীন প্রকল্পে সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিবসের শুরুতেই অসংখ্য নারীদের উপস্থিতিতে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও (অতি) সৈয়দা সাদীয়া নূরীয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
এ সময় ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ধীমান চাকমাসহ প্রমুখ উপস্থিত ছিল।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।