নানিয়ারচর প্রতিনিধিঃ-
মহান বিজয় দিবস ২০২২ উদযাপন ও শহীদ বুদ্বিজীবী দিবস পালন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর (বৃহস্প্রতিবার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন ও শহীদ বুদ্বিজীবী দিবস পালন উপলক্ষে বিস্তারিত আলাচনা করা হয়।