নানিয়ারচর প্রতিনিধি:-
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাঙামাটি শাখার অধীনে নানিয়ারচর এজেন্ট ব্যাংকিং কেন্দ্র নতুন ঠিকানায় স্থানান্তর হয় এর উদ্বোধন করা হয়।
৫ জানুয়ারি (রোববার) সকালে নানিয়ারচর বাজারের জগন্নাথ মার্কেটের ২য় তলায় স্থানান্তরিত নতুন শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেয় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
ইসলামী ব্যাংক রাঙামাটি শাখার শাখা প্রধান মোহাম্মদ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেয় ইসলামী ব্যাংক চট্টগ্রাম উত্তর জোন প্রধান, মোহাম্মদ নুরুল ইসলাম কাউসার। উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা,নানিয়ারচর থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান,ইসলামপুর দাখিল মাদ্রাসা সুপার মাওলানা শহিদুল ইসলাম, নানিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান প্রমুখ, নানিয়ারচর এজেন্ট শাখার ইনচার্জ (এসএসএফ এন্টারপ্রাইজ) মোহাম্মদ শাহিন আলম।