নিজস্ব প্রতিনিধিঃ-
আজ একুশে নভেম্বর সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে উপজেলা স্কাউট কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিটির প্রধান পৃষ্ঠপোষক উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা স্কাউট কমিটির কমিশনার বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, স্কাউট কমিটির সাধারণ সম্পাদক নার্গিস আক্তার, সুশীল সমাজে নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা স্কাউটের গুরুত্ব নিয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে, প্রত্যেকটা স্কুলে স্কাউট কে বাধ্যতামূলক করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। আলোচনা শেষে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা স্কাউট কমিটি গঠন করা হয়।