নানিয়ারচর প্রতিনিধি:-
“আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ” এ স্লোগানে রাঙামাটির নানিয়ারচরে জাতীয় বীমা দিবস-২০২৩ পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১ মার্চ (বুধবার) সকালে উপজেলা পরিষদের মাঠে একটা শোভাযাত্রা হয়ে উপজেলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিল।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে বীমার গুরুত্ব ও প্রয়োজন বিষয়ে বক্তব্য দেন।
উল্লেখ্য-শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন, তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে-২০২০ সালের ১৫ জানুয়ারি, বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার।