নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:-
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার শনিবার সকালে এ তথ্য জানান।
আটক হলেন মো: নিজাম (৬২)সে বরিশাল তালতলী উপজেলার বড় অংকুজানপাড়া গ্রামের বাসিন্দা হাজী আবুল হাসেমের পুত্র।
অন্যদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, তক্ষক বেচা কেনার সময় নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের স্থানীয় লোকজনের হাতে আটক হন মো: নিজাম।
গতকাল শুক্রবার(১৮ই নভেম্বর ) রাত ৮.৩০ মিনিটে লোকজনের উপস্থিতি টের পেয়ে তাড়াতাড়ি তক্ষকটি বুঝিয়ে দিয়ে পালিয়ে যায় সোহেল ও মনির নামে তার দুই সহযোগী, পরেরদিন শনিবার সকালে স্থানীয়রা নানিয়ারচর থানায় যোগাযোগ করে এসআই আব্দুর সাত্তার ও কাজী আনোয়ার এর হাতে আটককৃত তক্ষক ও নিজাম উদ্দিনকে বুঝিয়ে দেন।
নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদারের ভাষ্য মতে, উদ্ধারকৃত তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
এবং আটক নিজামকে নানিয়ারচর থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।