নানিয়ারচর প্রতিনিধি:-
রাঙামাটির নানিয়ারচর মডেল থানার ক্যান্টিন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন রাঙামাটির সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে নানিয়ারচর থানার দক্ষিন দিকে একটি ক্যান্টিন নির্মাণ কাজের এই ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এ সময়ে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদারসহ প্রমুখ উপস্থিত ছিল।
এসময়ে দোয়া মোনাজাত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। এর আগে এমপি দীপংকর তালুকদার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, নানিয়ারচর থানা এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।