নানিয়ারচর(রাঙামাটি)প্রতিনিধি:-
রাঙামাটি নানিয়ারচরে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে রাঙামাটি জেলার কাপ্তাই, নানিয়ারচর উপজেলার সরকারের উন্নয়ন মূলক বিভিন্ন কাজের উদ্ধোধন করেন তিনি।
সকালে কাপ্তাই উপজেলাধীন ওয়াগ্গা ইউনিয়নের দূর্গম এলাকায় উপকারভোগীদের মাঝে বিনামূল্যে সোলার হোম সিস্টেম বিতরণ করেন। পরে নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি ইউনিয়নের বাজার এলাকা হতে নিচ পাড়া হতে রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষ করে নানিয়ারচর বেতছড়ি সুরিদাশপাড়া ও সাবেক্ষন ইউনিয়নের রিঝিবিল পাড়ার ব্রিজ ও রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীসহ নানিয়ারচর জোন কমান্ডার লে:ক:এস এম রুবাইয়াত হুসাইন (পিএসসি)রাঙামাটি জেলা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মারুফ আহমেদ, জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা,উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া, শিক্ষার্থী,এলাকাবাসী ও আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিল।
এসময় পার্বত্য মন্ত্রী বলেন,পাহাড়ে উন্নয়নের জোয়ার বইছে,থেমে থাকার সময় নেই,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাত ভারী করতে আবারো নৌকায় ভোট দিতে হবে, নৌকার বিকল্প নেই,শিক্ষা,যোগাযোগ,বিদ্যুৎ,চিকিৎসাকে এই প্রতন্ত পাহাড়ে পৌছে গেছে,তাই পিছনে ফিরে তাকানোর সময় নেই।