নানিয়ারচর প্রতিনিধি:-
রাঙামাটির নানিয়ারচরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২।
রবিবার (১৮ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উদযাপন করা হয় ও দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে আলোচনা সভা হয়। এই আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ-ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিল উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক প্রমুখ।
আয়োজিত আলোচনায় সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে অনেকে বিদেশ যাওয়ার বিষয়ে আগ্রহী এবং তিনি বিদেশ গিয়ে সফল হবেন এমন কেউ থাকলে তাদের বৈধ পথে যাওয়ার পরামর্শ ও ব্যাবস্থা বিষয়ে অবগত থাকতে হবে। বাংলাদেশের প্রবাসী আয়ের ক্রমবর্ধমান ধারাকে অব্যাহত রাখতে এবং সুষ্ঠু, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার জন্য সরকার দক্ষতা উন্নয়নের উপর সর্বাধিক গুরুত্ব করছে।