নানিয়ারচর প্রতিনিধিঃ-
১৯৭২ সালের ০৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
২০২২ সালের আজই প্রথম সারাদেশে পালিত হচ্ছে জাতীয় সংবিধান দিবস। তার ধারাবাহিকতায় রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলাতেও পালিত হয়েছে দিবিসটি।
দিবসটি উপলক্ষে ৪ নভেম্বর (শুক্রবার) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি শোভাযাত্রা করে নানিয়ারচর উপজেলা অডিটোরিয়াম কক্ষে আলোচনা সভার আয়োজন হয়।।
এতে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ-ফজলুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্যে দেয় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী-লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।