নিজস্ব প্রতিনিধি:-
রাঙামাটির নানিয়ারচরে আগুন লেগে একটি স’মিলের সর্বাত্মক পুড়ে গিয়েছে।
উপজেলার টি এন্ড টি বাজার এলাকায় এই স’মিলে ১৩ জানুয়ারি (শুক্রবার) ভোর ৪ টায় এ ঘটনা ঘটে এবং আগুনের সূত্রপাত বিদ্যুৎ শর্ট সার্কিট হতে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন স’মিলের মালিক মিন্টু চাকমা।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোরে স’মিল টিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে আসে আগুন নিভাতে ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার বলেন, ভোরে আগুন লাগার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে যায় তদন্ত অনুযায়ী জানা গিয়েছে বিদ্যুৎ শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে।