নানিয়ারচর প্রতিনিধি:-
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা (২০২২-২৩) পর্যালোচনা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে কর্মপরিকল্পনা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডা. নূয়েন খীসা’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এতে লিন প্রকল্পের জেলা ব্যাবস্থাপক হিতোশী খীসা বাংলাদেশের প্রেক্ষাপটে পুষ্টি কার্যক্রম,
পুষ্টি উন্নয়নে বহুখাতভিত্তুক পুষ্টি সমন্বয় কমিটির গুরুত্ব, উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির কর্ম-পরিধি সম্পর্কে আলোচনা করেন।
নানিয়ারচর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) ও লিডারশীপ টু এনসিউর এডইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহযোগিতায় উপজেলার জনসাধারণ এর কাঙ্ক্ষিত পুষ্টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।