মো: নাজমুল হোসেন রনি:-
বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ(সমাজ সেবা) কর্তৃক উপজেলার ৯০ জন কলেজ বিশ্ববিদ্যালয়ের দুস্থ, দরিদ্র-মেধাবী-প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ এবং ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানের মাঝে ল্যাপটপ প্রদান আয়োজিত অনুষ্ঠানে সকালেই উপজেলা পরিষদ মাঠে উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা এমপি দিপংকর তালুকদার কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
পরবর্তীতে সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ল্যাপটপ ও দরিদ্র-মেধাবী-প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সংসদ সদস্য(২৯৯নং আসন) দিপংকর তালুকদার (এমপি)।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা,মোহাম্মদ ওমর ফারুক (উপ-পরিচালক সমাজ সেবা রাঙ্গামাটি) উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুরজামাল হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি ত্রিদীব কান্তি দাশসহ গন্যমান্য ব্যক্তিরা।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নতুনরাই হবে আগামীর প্রজন্ম। তাই তাদের ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে আগামীর বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে তৈরি হতে হবে। ডিজিটাল প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় উপযুক্ত হয়ে গড়ে উঠতে পারলে আজকের প্রজন্মই স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, স্বপ্নকে বাস্তবে রূপ দেন।যেমন পদ্মাসেতু দৃশ্যমান,এছাড়া বঙ্গবন্ধু কন্যা এ অঞ্চলের জন্য অনেক মমতাময়ী,আমাদের সকলের সহযোগী করতে হবে,আপনারা সহযোগিতা করবেন,পাহাড়ে অস্রধারী ও চাদাবাজী এখনো কমেনি,বাংলাদেশ আওয়ামীলীগ শান্তি চায়,পাহাড়ের মানুষ শান্তি চায়,পাহাড়ে নৌকা ছাড়া কোন বিকল্প নাই,উন্নয়নে বিশ্বাসী আওয়ামীলীগ,বরকল,জুরাছড়ির মত দূর্গম উপজেলাতে বিদ্যুৎ পৌছে দিয়েছে আওয়ামীলীগ ,যেখানে বিদ্যুৎ যেতে পারিনি সেখানে বিনামুল্যে সোলার বিতরণের মাধ্যমে বিদ্যুৎ এর আলো পৌঁছে দিতে চেষ্টা করছে বাংলাদেশ আওয়ামীলীগ,সীমান্ত সড়ক হচ্ছে,নানিয়ারচরে সেতু হয়েছে,লংগদুর রাস্তা চলমান রয়েছে। পাহাড়ের মানুষ কে শিক্ষা,চিকিৎসা,যোগাযোগ,বিদ্যুৎ উন্নয়ন সবকিছু হাতের নাগালে করে দিয়েছে আওয়ামীলীগ।
এসময় প্রধান অতিথি ও অন্যান্যরা বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান সমাজসেবা কতৃক গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক অনুদান তুলে দেন।