মেহেরাজ হোসেন সুজন:-
রাঙামাটির নানিয়ারচরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯১ জন পরীক্ষার্থী।
সারাদেশের ন্যায় ৩০ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে একযোগে নানিয়ারচরে পরিক্ষা শুরু হবে।
উপজেলা রিসোর্স সেন্টার ইন্সটাক্টর মোঃ সরোয়ার কামাল জানায়, উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ৯৪ টি প্রতিষ্ঠান হতে ১৯১ জন পরীক্ষার্থী দিচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা।
উল্লেখ্য যে মন্ত্রণালয় কর্তৃক ঘোষিত করোনা বন্ধের আগে বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে সমাপনী পরিক্ষায় মূল্যায়ন করা হতো। তবে করোনা বন্ধের পর সমাপনী পরিক্ষা না হওয়ায় আবারো প্রাথমিক বৃত্তি পরীক্ষা চালু হয়েছে।