নানিয়ারচর প্রতিনিধি:-
মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-পালিত হয়েছে।
রবিবার ( ১২ মার্চ) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিমি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার। এ সময় আর উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ সুজন হালদার, রিসোর্স ইন্সট্রাক্টর সারোয়ার কামাল’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।