নিজস্ব প্রতিনিধি:-
বুধবার বিকেলে নানিয়ারচর থানা সংলগ্ন মাঠে আয়োজিত সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা, থানার অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. অর্জুন দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম, উপজেলা রিসোর্স ইন্সট্রাকটর সরওয়ার কামালসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নানিয়ারচর উপজেলা ক্রীড়া সম্পাদক রিপন দাশ জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে নানিয়ারচরে ইউনিয়ন ভিত্তিক ফুটবল ট্যুর্নামেন্টের আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা প্রশাসন। এতে সাবেক্ষ্যং, নানিয়ারচর সদর, বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়ন অংশগ্রহণ করে।
অনুষ্ঠিত ট্যুর্নামেন্টে নানিয়ারচর ও বুড়িঘাট ইউনিয়ন কে হারিয়ে সাবেক্ষ্যং ও ঘিলাছড়ি ইউনিয়ন দল অংশগ্রহণ করে। ফাইনালে ঘিলাছড়ি ইউনিয়ন ফুটবল দল কে ৩টি গোল দিয়ে জয় নিশ্চিত করে সাবেক্ষ্যং ইউনিয়ন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে মেডেল, ট্রফি ও পুরষ্কার বিতরণ করেন।